সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর। SET-30

সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর। 30 টি গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন-উত্তর সম্পূর্ণ মক টেস্ট আকারে।

সাধারণ জ্ঞানের প্রশ্ন-উত্তর এবং কুইজ । 30 টি গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন-উত্তর সম্পূর্ণ মক টেস্ট আকারে।
General knowledge questions for competitive examinations in Bengali

বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর।
কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন এর জন্য সাধারণ জ্ঞান কুইজ।
জি কে কুইজ।
30 টি সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর এবং কুইজ।



Important Questions
 For All Competitve Examinations 
General Knowledge Set:30
General Knowledge Quiz
Based on all subjects

নিম্নে 30 টি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর নিয়ে MCQ আকারে মক টেস্ট প্রস্তুত করা হয়েছে। বিকল্প গুলো থেকে প্রশ্নগুলোর উত্তর বাছাই করুন এবং নিম্নের SHOW RESULT বোতাম টিপে আপনার প্রাপ্ত নম্বর যাচাই করুন।
এভাবে নিয়মিত অনুশীলনের মাধ্যমে আপনার প্রস্তুতি দ্রুত সম্পন্ন করতে পারবেনা।

* Please answer all questions and check your scores.



1. ভারতের সংবিধান গ্রহণ (সহি ) করা হয়





2. কোন্ আইন বলে রানী ভিক্টোরিয়া ভারত সম্রাজ্ঞী হন?





3. নরসিংহ সালুভ কোথাকার শাসনকর্তা ছিলেন?





4. সল্টলেক কোন্ শিল্পের কেন্দ্র হয়েছে?





5. মহীবলীপুরমের রথ মন্দিরগুলি নির্মাণকালে ঐ অঞ্চলে রাজত্ব করতেন





6. দিল্লী সুলতানির প্রতিষ্ঠাতা ছিলেন





7. a, a, b, b অক্ষরগুলিকে একটি সারিতে সাজাতে গেলে মোট কটি ভিন্ন ধরনের বিন‍্যাস পাওয়া যাবে?





8. Futuh-Us-Salatin এর গ্রন্থের প্রণেতা হলেন





9. চাপ দিয়ে দুই বা ততোধিক বরফখণ্ডকে জুড়ে দেওয়ার পদ্ধতিকে বলে





10. জার্মেনিয়াম ও সিলিকনকে বলা হয়-








11. অনুসারী শিল্প কোথায় গড়ে উঠেছে ?





12. সেবী (SEBI) কাকে বলে?





13. "ভারতমাতা "কে প্রকাশ করেন?





14. শিবাজীর পর তাঁর সিংহাসনে বসেন





15. সিংহলী মতানুসারে বুদ্ধের পরিনির্বাণ ঘটেছিল





16. "ভারতের অর্ধনগ্ন ফকির "----ব্রিটিশ প্রধানমন্ত্রী কার সম্বন্ধে বলেছিলেন?





17. "স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা অর্জন করবই "----কে বলেছিলেন?





18. স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন -----সালে অনুষ্ঠিত হয়েছিল।





19. কোন্ সালে ভারতীয় পরিকল্পনা কমিশন গঠন করা হয়েছিল?





20. 15, 16, 14, 17, 13, 18 ------------।এর পরবর্তী সংখ্যা দুটি কি কি?





21. দন্ত চিকিৎসকরা ব্যবহার করেন





22. "ভারতের বিপ্লবের জননী "কাকে বলা হয়?





23. নব‍্যবঙ্গ আন্দোলনের মূল অনুপ্রেরণা কে ছিলেন?





24. কোলেস্টেরল এক প্রকার





25. নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি রাজ্য সরকার আরোপ করতে পারে?








26. জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কোন্ সালে ঘটেছিল?





27. "স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় "------ কে রচনা করেন?





28. আলিপুর বোমার মামলায় শ্রী অরবিন্দের কৌসুলী কে ছিলেন?





29. পৃথিবীতে নাইট্রোজেনের সর্ববৃহৎ সঞ্চয় হল





30. "অন্ধকার "যেমন "নৈরাশ্যজনক " "উৎসাহজনক" তেমনই





Total Questions   
Answered   
Right Answer   
Percentage