সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

General Knowledge Questions and answers in Bengali (Quiz Test)

General Knowledge Questions and answer in Bengali.

সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তরের এই অংশে (Set-31) বিগত বিভিন্ন পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে মক টেস্ট।
এই 30 টি সাধারণ জ্ঞান প্রশ্ন গুলি MCQ আকারে তৈরি করা হয়েছে।
অপশনগুলো থেকে আপনার পছন্দের উত্তরটি বেছে নিন এবং সর্বশেষ প্রশ্নের পরে একটি Show Result বোতাম টিপে আপনার প্রাপ্ত নম্বর যাচাই করুন।


Important Questions
 For All Competitve Examinations 
General Knowledge Set:31
General Knowledge Quiz

General Knowledge Questions and answer in Bengali.

Based on all subjects

নিম্নে 30 টি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর নিয়ে MCQ আকারে মক টেস্ট প্রস্তুত করা হয়েছে। বিকল্প গুলো থেকে প্রশ্নগুলোর উত্তর বাছাই করুন এবং নিম্নের SHOW RESULT বোতাম টিপে আপনার প্রাপ্ত নম্বর যাচাই করুন।
এভাবে নিয়মিত অনুশীলনের মাধ্যমে আপনার প্রস্তুতি দ্রুত সম্পন্ন করতে পারবেনা।

* Please answer all questions and check your scores.



1. নিম্নোক্তদের মধ্যে কোনটি ধাতু নয়?





2. "আমার দেশকে ভালোবাসা যদি অপরাধ হয়,তবে আমি অপরাধী "-----কে বলেছিলেন?





3. যুক্তরাজ্যে প্রথম ভারতীয় শহীদ কে?





4. যে পদ্ধতিতে এল.পি.জি.সিলিন্ডার হতে গ্যাস মুক্ত হয় তাকে বলে





5. নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতীয় পরিকল্পনার লক্ষ্য নয়?





6. বিশ্ব পরিবেশ দিবস হল





7. রাজ্যসভার সভাপতিত্ব করেন





8. একজন ভারতীয় নাগরিকের লোকসভায় নির্বাচিত হতে গেলে নিম্নতম বয়স হচ্ছে





9. জাতীয় উন্নয়ন পরিষদ থাকেন





10. বেমানান শব্দটিকে সন্ধান করুন:








11. টেলিস্কোপের নলের উভয় প্রান্তেই থাকে





12. একজন পুরুষের রক্তসংবহন তন্ত্রে রক্তের পরিমাণ





13. "টাইটান "হচ্ছে





14. "যুগান্তর "পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন?





15. ঘাম,লালা এবং অশ্রুতে লাইসোজাইম নাম এক উৎসেচক থাকে,যা ধ্বংস করে





16. গদর পার্টি, কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল?





17. ভারতের প্রথম রাজধানী ছিল





18. গান্ধীজীর কোন আন্দোলন খিলাফৎ আন্দোলনের সঙ্গে যুক্ত হয়?





19. দ্বি-জাতি তত্ত্বের জনক কে ছিলেন?





20. দিল্লীর আইনসভা ভবনে বোমা নিক্ষেপে ভগৎ সিং- এর সহযোগী ছিলেন কোন্ বিপ্লবী?





21. বিক্রমশীলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিলেন?





22. ভারত সরকার বাছাই করা সরকারী ক্ষেত্রের শেয়ার বিক্রি করতে শুরু করেছে কোন্ সাল থেকে?





23. ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন





24. কোন্ বছর থেকে ভারতীয় অর্থনীতিতে বিশ্বায়নের নীতি অনুসরণ করা হয়েছে?





25. ভারতীয় সংবিধানের প্রথম সংশোধন আইন ----- সালে করা হয়েছিল।








26. ভারতীয় সংবিধানের 25 নং ধারায় উল্লেখ আছে





27. ভারতে পঞ্চায়েতিরাজ কোন্ সালে শুরু হয়েছিল?





28. কোন্ পরিকল্পনায় ঘাটতি অর্থসংস্থানের লক্ষ্যকে শূন‍্য ধরা হয়েছিল?





29. হ্যামলেটেড গ্রামীণ জনবসতি ------ -এর বৈশিষ্ট্য।





30. জাতীয় যুব দিবস পালিত হয়






Total Questions   
Answered   
Right Answer   
Percentage