সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

জীবন বিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর। উদ্ভিদ ও প্রাণী কোষ।

উদ্ভিদ ও প্রাণী কোষ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা

উদ্ভিদ ও প্রাণী কোষ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা

Mock Test দেওয়ার জন্য এখানে Click করুন

বায়োলজি কথার উৎপত্তি

1800 খ্রিস্টাব্দে জন ল্যামার্ক প্রথম 'বায়োলজি' কথাটি ব্যবহার করেন, যদিও মহান গ্রিক দার্শনিক অ্যারিস্টোটল কে বায়োলজির জনক বলে আখ্যা দেওয়া হয়।

বায়োলজির শাখাসমূহ

বায়োলজি অর্থাৎ জীব বিদ্যা কে প্রথমত তিন ভাগে ভাগ করা হয়:

  • জুলজি (প্রাণিবিদ্যা)
  • ফিজিওলজি (শারীর বিদ্যা)
  • বোটানি (উদ্ভিদবিদ্যা)

বায়োলজির অন্যান্য শাখা:

শাখা বিষয়বস্তু
এ্যানাটমী জীবের অভ্যন্তরীণ গঠন
অর্নিথলজি পক্ষী বিদ্যা
ইকোলজি পরিবেশের সঙ্গে জীবের সম্পর্ক
মাইকোলজি ছত্রাকবিদ্যা
এন্টোমলজি পতঙ্গ বিদ্যা
প্যালিয়েন্টোলজি জীবাশ্মবিদ্যা
ট্যাক্সোনমি উদ্ভিদ ও প্রাণীর শ্রেণীবিভাগ
ভাইরোলজি ভাইরাস এবং ভাইরাস আক্রান্ত রোগ সম্পর্কিত বিদ্যা

পৃথিবীতে জীবের আবির্ভাব

বিজ্ঞানীদের মতে লক্ষ লক্ষ বছর আগে তাপ, আলো কিংবা তেজস্ক্রিয় বিকিরণের ফলে উৎপন্ন শক্তি জটিল প্রোটিন গঠন করে এবং নিউক্লিক অ্যাসিড গুলো জেনেটিক কোড গঠন করে। পরবর্তীতে এই অণুগুলো যুক্ত হয়ে সরল প্রাণ গঠন করে।

জীবকুলের শ্রেণীবিভাগ

জীববিজ্ঞানীরা জীবকুল কে প্রধানত 6 টি শ্রেণীতে ভাগ করেছেন:

  1. উদ্ভিদ
  2. প্রাণী
  3. ছত্রাক
  4. প্রোটিস্টা
  5. ব্যাকটেরিয়া
  6. ভাইরাস

কিছু জীবের বিজ্ঞানসম্মত নাম:

জীব বিজ্ঞানসম্মত নাম
মানুষ Homo sapiens
বটগাছ Ficus benghalensis
ইলিশ মাছ Tenualosa ilisha
নারকেল গাছ Cocos nucifera
বাঘ Panthera tigris

ব্যাকটেরিয়া

বিজ্ঞানী লিউয়েন হুক 1675 খ্রিস্টাব্দে ব্যাকটেরিয়া আবিষ্কার করেন। ব্যাকটেরিয়া গুলি হল এককোষী অণুজীব যা প্রোক্যারিওটিক কোষ বা আদি কোষ দ্বারা গঠিত।

উপকারী ব্যাকটেরিয়া:

  • মানুষ এবং প্রাণীর অন্ত্রে হজমে সাহায্য করে
  • মাটিতে রাসায়নিক মৌল পুনর্ব্যবহারযোগ্য করে
  • বায়ো-টয়লেট তৈরি করা হয়

অপকারী ব্যাকটেরিয়া ও রোগ:

ব্যাকটেরিয়া রোগ
Mycobacterium tuberculosis টিবি
Vibrio cholerae কলেরা
Salmonella typhi টাইফয়েড
Mycobacterium leprae কুষ্ঠ

ভাইরাস

ভাইরাস হল অকোষীয় অণুজীব যা মানুষ কিংবা অন্যান্য জীব জন্তুর বিভিন্ন রোগের জন্য দায়ী। ভাইরাস DNA অথবা RNA নিউক্লিক অ্যাসিড এর অতি ক্ষুদ্র অংশ দিয়ে তৈরি।

কোষ

1665 সালে ইংরেজ বিজ্ঞানী রবার্ট হুক কোষ আবিষ্কার করেন। উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে কিন্তু প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না।

গুরুত্বপূর্ণ ৫০টি সংক্ষিপ্ত প্রশ্ন

1. বায়োলজি কথাটি প্রথম কে ব্যবহার করেন?
জন ল্যামার্ক (1800 খ্রিস্টাব্দে)
2. বায়োলজির জনক কে?
অ্যারিস্টোটল
3. বায়োলজির প্রধান তিনটি শাখা কি কি?
জুলজি, ফিজিওলজি, বোটানি
4. পতঙ্গ বিদ্যাকে কি বলে?
এন্টোমলজি
5. জীবাশ্মবিদ্যাকে কি বলে?
প্যালিয়েন্টোলজি
6. দ্বিপদ নামকরণ কে চালু করেন?
কার্ল লিনিয়াস (1753 খ্রিস্টাব্দে)
7. মানুষের বিজ্ঞানসম্মত নাম কি?
Homo sapiens
8. ব্যাকটেরিয়া আবিষ্কার করেন কে?
লিউয়েন হুক (1675 খ্রিস্টাব্দে)
9. ব্যাকটেরিয়া কি ধরনের কোষ দ্বারা গঠিত?
প্রোক্যারিওটিক কোষ বা আদি কোষ
10. টিবি রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়া কি?
Mycobacterium tuberculosis
11. কলেরা রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়া কি?
Vibrio cholerae
12. ভাইরাস কি?
অকোষীয় অণুজীব
13. ভাইরাস DNA বা RNA দিয়ে গঠিত?
হ্যাঁ
14. AIDS রোগের জন্য দায়ী ভাইরাস কি?
HIV
15. ছত্রাক কি ধরনের কোষ দ্বারা গঠিত?
ইউক্যারিওটিক কোষ বা আদর্শ কোষ
16. কোষ আবিষ্কার করেন কে?
রবার্ট হুক (1665 সালে)
17. সবচেয়ে ক্ষুদ্রতম কোষ কোনটি?
মাইকোপ্লাজমা (0.0001 mm)
18. সবচেয়ে বৃহত্তম কোষ কোনটি?
জিরাফের গলার স্নায়ু কোষ (3 মিটারের বেশি)
19. মানব শরীরের সবচেয়ে ক্ষুদ্রতম কোষ কোনটি?
RBC বা লোহিত রক্তকণিকা (0.00076 mm)
20. মানব শরীরের সবচেয়ে দীর্ঘতম কোষ কোনটি?
স্নায়ু কোষ (90cm থেকে 1m)
21. উদ্ভিদ কোষে কি থাকে যা প্রাণী কোষে থাকে না?
কোষ প্রাচীর
22. প্রোটিস্টা কি?
ইউক্যারিওটিক কোষ দিয়ে গঠিত এক ধরনের জীব
23. ব্যাকটেরিওফাজ কি?
ব্যাকটেরিয়ার মধ্যে বংশবিস্তার কারী ভাইরাস
24. HIV ভাইরাস কোন কোষ আক্রমণ করে?
T4 লিম্ফোসাইট
25. ইস্ট কি?
এক ধরনের উপকারী ছত্রাক
26. উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের প্রধান পার্থক্য কি?
উদ্ভিদ কোষে কোষ প্রাচীর ও ক্লোরোপ্লাস্ট থাকে, প্রাণী কোষে থাকে না
27. প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক কোষের পার্থক্য কি?
প্রোক্যারিওটিকে নিউক্লিয়াস আবরণী নেই, ইউক্যারিওটিকে আছে
28. মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়?
কোষের পাওয়ার হাউস
29. সালোকসংশ্লেষণ কোথায় হয়?
ক্লোরোপ্লাস্টে
30. কোষ বিভাজন কত প্রকার?
২ প্রকার: মাইটোসিস ও মিয়োসিস
31. রাইবোসোমের কাজ কি?
প্রোটিন সংশ্লেষণ
32. DNA এর পূর্ণরূপ কি?
ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড
33. RNA এর পূর্ণরূপ কি?
রাইবোনিউক্লিক অ্যাসিড
34. মানবদেহে কত জোড়া ক্রোমোজোম থাকে?
২৩ জোড়া
35. প্লাজমা মেমব্রেন কি দিয়ে গঠিত?
লিপিড ও প্রোটিন
36. কোষের নিয়ন্ত্রক কেন্দ্র কি?
নিউক্লিয়াস
37. লাইসোসোমকে কি বলা হয়?
কোষের আত্মঘাতী থলে
38. গলগি বডির কাজ কি?
প্রোটিন পরিবহন ও পরিবর্তন
39. টাইফয়েড রোগের কারণ কি?
Salmonella typhi ব্যাকটেরিয়া
40. কুষ্ঠ রোগের কারণ কি?
Mycobacterium leprae ব্যাকটেরিয়া
41. উদ্ভিদ কোষের সবুজ রং এর কারণ কি?
ক্লোরোফিল
42. কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রোমোজোম দৃশ্যমান হয়?
মেটাফেজ
43. মাইটোসিস বিভাজনে কয়টি কোষ সৃষ্টি হয়?
২টি
44. মিয়োসিস বিভাজনে কয়টি কোষ সৃষ্টি হয়?
৪টি
45. কোন বিজ্ঞানী কোষ তত্ত্ব প্রদান করেন?
শ্লাইডেন ও শোয়ান
46. কোষ তত্ত্বের মূল বক্তব্য কি?
সমস্ত জীব কোষ দিয়ে গঠিত
47. ব্যাকটেরিয়া কোষে কোন অঙ্গাণু থাকে না?
মাইটোকন্ড্রিয়া, গলগি বডি ইত্যাদি
48. ইউক্যারিওটিক কোষের উদাহরণ দাও?
মানুষ, উদ্ভিদ, ছত্রাকের কোষ
49. প্রোক্যারিওটিক কোষের উদাহরণ দাও?
ব্যাকটেরিয়া ও নীল-সবুজ শৈবাল
50. ভাইরাসকে কেন জীব ও জড়ের মধ্যবর্তী বলা হয়?
কারণ এরা জীবিত কোষের বাইরে জড়ের মতো কিন্তু ভিতরে জীবের মতো বংশবৃদ্ধি করে
আপনি কতটুকু শিখলেন যাচাই করুন।
Mock Test দিন
Quiz Application

প্রত্যেক প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সময় 20 সেকেন্ড।

Time
over
score:

QUIZ RESULT

Total Questions:

Attempt:

Correct:

Wrong:

Percentage: